সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৪:১৪ অপরাহ্ন
জামালউদ্দীন :
জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক সাতক্ষীরার তালার রাজপথ কাঁপানো ক্যাডার রবিউল আজ ফেরিওয়ালা। স্ত্রী- সন্তান ভিটাবাড়ি কিছুই নেই এখন তাঁর।দল ক্ষমতায় নেই ১৫ বছর।এ সময়ে তার সব কিছু শেষ। ক্ষুধা নিবারণে অনেক সময় ব্যান্ডপার্টির সাথে চলে গেছে।এখন কিছু মানুষের সহযোগিতায় করোনার আগে ঝাল মুড়ি বিক্রি করতো।
বর্তমান সে পথ বন্ধ।তাই সাইকেলে করে করোনা মোকাবেলায় সেও অংশ নিয়েছে যুদ্ধে। মাস্ক,গ্লোবস, ক্যাপ ফেরী করে বিক্রিতে তাঁর জীবন চলছে।দল সৃষ্টির পর থেকে সে একজন নিবেদিত কর্মি।দল কয়েকবার সরকার গঠন করলেও এ সব ত্যাগী নির্যাতিত, নিষ্পেষিত কর্মিদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।ফেরিওয়ালা রবিউল এ প্রতিবেদককে জানিয়েছে ১৯৭৮ সালে দলটির জন্ম।১৯৮৪ সালে কিশোর বয়সে তৎকালীন তালা উপজেলা বি,এন, পি- র সভাপতি শহীদ এ বি,এম আলতাফ হোসেন হাত ধরে তার রাজনীতিতে হাতে খড়ি।তৎসময়ে ক্যাডারভিত্তিক রাজনীতি চলমান ছিল।
রবিউল পাটকেলঘাটা বাজারে ওপেন রামদা বহন করে শত্রুদলের আতংক ছিল।দল ক্ষমতা ছাড়লে বিরোধী পক্ষের হাতে এমন ভাবে নির্যাতনের স্বীকার হয় যে তার পিঠে ধারালো খুর টেনে ইংরেজিতে বি,এন পি লিখে দেওয়া হয়।মামলার হামলায় জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করতে হয়েছে জেলখানায়।
হত্যা,চাঁদাবাজি, মরামারি সহ দেড়ডজন বেশী মামলা তার নামে ছিল।রবিউল মল্লিক(৫১) তালার তৈলকুপী গ্রামের মরহুম অনার মল্লিক এর পুত্র।সে গ্রামের গাঁতিদার পরিবারে জন্ম গ্রহণ করলেও কর্মের কারণে আজ ফেরিওয়ালা।
2,834 total views, 2 views today
Leave a Reply