সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:০৫ অপরাহ্ন
মাগুরা প্রতিনিধি :
মাগুরা পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী খুরশীদ হায়দার টুটুৃল ৩৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি প্রার্থী ইকবাল আখতার খান কাফুর পেয়েছেন ৬ হাজার ৭৩ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মওলানা মশিউর রহমান হাত পাখা মার্কায় পেয়েছেন ৩ হাজার ৩৪৫ ভোট। ইভিএম পদ্ধতিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে খুরশীদ হায়দার টুটুল দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হলেন।
মাগুরার একমাত্র এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিলো ৭৬ হাজার ৮৭৬ জন। কেন্দ্রের সংখ্যা ছিল ৩৫টি। যার মধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৪৮ হাজার ৯৭৮টি। বাতিল হয়েছে ৯৩ টি ভোট। মোট ভোট সংগ্রহের হার ৬৩ শতাংশ।
196 total views, 2 views today
Leave a Reply