রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৮:৩৩ অপরাহ্ন
মোস্তফা কামাল,নড়াইল :
১৬ জানুয়ারি শনিবার বিকেলে ‘ধানের শীষের প্রার্থী জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলীর বাসভবনের সামনে বিভিন্ন গণমাধ্যমে তিনি এ দাবী রেখে বলেছেন, এবার নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং ভোট প্রদাসের পরিবেশ হয় তাহলে আমরা নিশ্চিত জয় লাভ করবো ইনশাল্লাহ্। এদিকে মেয়র পদে একই পাড়া থেকে নৌকা ও ধানের শীষ প্রতিক নিয়ে মাঠে লড়াইয়ে করছেন বাংলাদেশ আওয়ামী লীগের আঞ্জুমান আরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জুলফিকার আলী। মাঠে কথিত রয়েছে এ লড়াইয়ে মাঠে শক্ত অবস্থানে রয়েছেন ধানের শীষ প্রার্থী ।
এ সময় তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার প্রতি আস্থা ব্যক্ত করে বলেন, এবার পৌর নির্বাচন যাতে সুষ্ঠ ও নিরপক্ষ হয় এবং সাধারণ মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ পায় সে বিষয়টার ওপর বিশেষভাবে খেয়াল রাখবেন আমাদের এমপি । তিনি সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন, গত দু’দিন ধরে আমার নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্টি করা হয়েছে, এমন কি আমার প্রচারে ইজিবাইকে থাকা এক কর্মীকে হত্যারও হুমকি দেয়া হয়েছে। বিষয়টি এখনও প্রশাসনকে জানায়নি। আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চালাচ্ছি, সমাধান না হলে প্রশাসনকে জানাবো।এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল ও কালিয়ায় মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কমিশনার পদে ২০ জন ও সাধারণ কমিশনার পদে ৭১ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করছে ।
এরমধ্যে নড়াইল পৌরসভায় মেয়র পদে ৪ জন , সংরক্ষিত নারী কমিশনার পদে ১১ জন ও সাধারণ কমিশনার পদে ৩৯ জন এবং কালিয়া পৌরসভায় মেয়র পদে ৩ জন , সংরক্ষিত নারী কমিশনার পদে ৯ জন ও সাধারণ কমিশনার পদে ৩২ জন প্রার্থীর এ নির্বাচনে প্রতিদ্বদ্ধিতা করবেন। উল্লেখ্য, নড়াইল পৌরসভায় মেয়র পদে অন্যান্যের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী (জগ) প্রতীকে সরদার আলমগীর হোসেন আলম, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (পাখা) প্রতীকের প্রার্থী মাওলানা খায়রুজ্জামান। এবার নড়াইল পৌরসভায় ভোটার রয়েছে ৩৪,৩১৩ জন এবং গত ২০১৫ সালে এ পৌরসভায় ভোট ছিলো ২৯,৪৫০ জন।
366 total views, 2 views today
Leave a Reply