বুধবার, ০৩ মার্চ ২০২১, ০১:২৮ পূর্বাহ্ন
সংকল্প ডেক্স :
মাত্র তিন রান প্রয়োজন ছিল তামিম ইকবালের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রান সংগ্রহ করার দৌড়ে সেই তিন রান অনায়াসেই সংগ্রহ করে নেন বাংলাদেশ দলের অধিনায়ক। টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল আউট হয়েছেন ৬৪ রানে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে কোনো ব্যাটসম্যানের চেয়ে এখন সবচেয়ে বেশি রান সংগ্রাহক লোকাল বয় তামিম ইকবাল। আগেও সবার শীর্ষে ছিলেন তিনি। এবার এককভাবে ৫০০ পার হয়ে গেলেন তিনি। এই স্টেডিয়ামে ১৫ ম্যাচ খেলে ৪৩.১৫ গড়ে তামিম রান এখন ৫৬১।
চট্টগ্রামের মাঠে তামিমের চেয়ে বেশি সফল অবশ্য ইমরুল কায়েস। তিনি খেলেছেন কেবল ৯ ম্যাচ। ৫৩.২৫ গড়ে রান করেছেন ৪২৬। বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ৫৫.০০ গড়ে ৭ ম্যাচে এই মাঠে করেছেন ৩৩০ রান।
তিন নম্বরে রয়েছেন মুশফিকুর রহীম। আজ তিনি এই মাঠে করেছেন ৬৪ রান। সে হিসেবে এই মাঠে ১৭ ম্যাচে তিনি করেছেন ৪০৪ রান। ১৬ ম্যাচে সাকিব আল হাসানের রান ২৬৪।
s
499 total views, 1 views today
Leave a Reply