শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০১:৫০ পূর্বাহ্ন
নড়াইল অফিস :
নড়াইলের একটি ক্লিনিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অপারেশন করা,চিকিৎিসকের গাফিলতিতে প্রসূতি মায়ের জীবন সংকটাপন্ন হওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। নড়াইল সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা.মো.আকরাম হোসেন সহ ইমন, ক্লিনিকের মালিক মো.সারোয়ার হোসেন ও তার স্ত্রী শিল্পী বেগমের নামে মামলা হয়েছে।
মামল করেন ভূক্তভোগী প্রসূতি ঝুমা গেমের স্বামী মাহফুজ নুর রিপন। ২৫ জানুয়ারী নড়াইল সদর নালিশী আদালতে মামলাটি দায়ের করা হয়। নালিশী আদালতের বিচারক সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেন আমাতুল মোর্শেদা আগামী ২৫ ফেব্রুয়ারি সিভিল সার্জনকে স্বশরীরে হাজির হয়ে প্রতিবেদন দাখিলের জন্য বলেছেন।
মামলায় বলা হয়,২৪ ডিসেম্বর ইমন ক্লিনিকে সিজার অপারেশন করাতে যান সন্তান সম্ভাবা মা ঝুমা বেগম। অপারেশন করেন সদর হাসপাতালের চিকিৎসক ডা.মো. আকরাম হোসেন। ঐ অপারেশনে নিম্নমানের সূতা এবং সামগ্রী ব্যবহার করা হয়।
এরফলে রোগীর তলপেট ফেটে রক্ত বের হয়ে জরায়ূ এবং প্রসাবের নালীতে পচন ধরে। অবস্থা খারাপ হলে খুললনায় নিয়ে ২য় দফা অপারেশন করে জরায়ু কেটে ফেলা হয়।
এই ভুল চিকিৎসায় চিকিৎসক ও ক্লিনিক মালিকেরা যুক্ত। নিম্নমাসের সামগ্রী ব্যবহার এবং চিকিৎসকের গাফিলতির ফলে ৪ লক্ষ টাকা খরচ সহ স্ত্রীর জীবন বিপন্ন হওয়ায় আদালতের কাছে উপযুক্ত শাস্তি দাবী করেছেন মামলার বাদী মাহফুজ নুর রিপন।
s
5,808 total views, 1 views today
Leave a Reply