বুধবার, ০৩ মার্চ ২০২১, ০২:৫৯ পূর্বাহ্ন
সংকল্প ডেক্স :
মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল টিকাদান কেন্দ্রে করোনার টিকা নেন তিনি।
সাধারণ জনগণকে কোভিড-১৯ টিকাগ্রহণে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে এবং টিকা-সংক্রান্ত গুজব ও অপপ্রচার প্রতিরোধে তিনি এই টিকা নিয়েছেন বলে সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
টিকাগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দায়িত্বশীলতার জায়গা থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে আজ টিকাগ্রহণ করতে এসেছি।’
কোভিড-১৯ টিকা নিয়ে বিশেষ মহলের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে টিকাগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ বুঝুক এটি একটি নিরাপদ টিকা।’
নিজের টিকাগ্রহণের অনুভূতি সম্পর্কে কে এম খালিদ বলেন, ‘ভালো লাগছে। তবে বিশেষ কিছু অনুভব করছি না। এটি অন্য সাধারণ টিকার মতোই।’
নিবন্ধন করে সাংবাদিকদের টিকা নেয়ার আহ্বান জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের জনসমাগমের মধ্যে দায়িত্ব পালন করতে হয়। দ্রুত টিকা গ্রহণ করুন।’
টিকা দেয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড-১৯ টিকাগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
372 total views, 1 views today
Leave a Reply