বুধবার, ০৩ মার্চ ২০২১, ০২:৪৪ পূর্বাহ্ন
মাগুরা প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে আজ শুক্রবার থেকে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে শেখ রাসেল ‘মাগুরা প্রিমিয়ার টি-২০ ক্রিকেট’ টুর্ণামেন্ট। উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান ক্রিকেট একাডেমী ১২ রানে জয়ী।
সকালে এ টুর্ণামেন্টের উদ্বোধন করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ও ক্রিকেট উপ-কমিটির আহবায়ক রানা আমির ওসমান প্রমুখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৩২ রান সংগ্রহ করে। অপর দিকে ভায়না ক্রিকেট একাডেমী ১৩২ রান তাড়া করতে গিয়ে সবকটি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে।
খেলায় ভায়না ক্রিকেট একাডেমী ১২ রানে পরাজিত হয়। ম্যাচ সেরা হয়েছে আছাদুজ্জামান একাডেমীর রুবেল মিয়া।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলায় অংশ নিচ্ছে আছাদুজ্জামান ক্রিকেট একাডেমী, ভায়না ক্রিকেট ক্লাব, স্কাইহার্ট ক্রিকেট ক্লাব ও বাবুল স্মৃতি ক্রিকেট ক্লাব। খেলায় প্রতিটি দলে স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় দলের খেলোয়াররা অংশ নিচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
101 total views, 1 views today
Leave a Reply