বুধবার, ০৩ মার্চ ২০২১, ০২:৪৪ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি :
কঞ্জন কান্তি চক্রবর্তী, নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ কঠোর বিচারের দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে স্থানীয় সাংবাদিকরা।
মঙ্গলবার বেলা ১১ টায় ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিক সমিতির উদ্দোগে শহরের পৌর টাউন হলে সমিতির কার্যালয়ের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, টেলিভিশন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান, দুরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির আজীবন সদস্য পলাশ রায়, সহসাধারন সম্পাদক এসএম রেজাউল করিম, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক এসএম রাজ্জাক পিন্টু, জাগো নিউজ প্রতিনিধি আতিকুর রহমান ও টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিকে পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান।
s
170 total views, 1 views today
Leave a Reply