সাংবাদিক কন্যা নাজিফা জান্নাত সৃষ্টি ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ক-বিভাগে প্রথম হয়েছে।
রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে নাজিফার হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম।
,ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গত ৪ মার্চ নড়াইল সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম হয় নাজিফা।
এরপর গত ৬মার্চ নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ে প্রতিযোগিতায় ক-বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথমস্থান অধিকার করে।
পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা খুলনায় অনুষ্ঠিত হবে।
নাজিফা জান্নাত সৃষ্টি নড়াইল শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হলেও কবিতা আবৃত্তি শিখেছে নড়াইল জেলা শিশু একাডেমীতে। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্যবার পুরষ্কৃত হয়েছে।
পড়াশোনার পাশাপাশি তার প্রতিভাকে যাতে আরো বিকশিত করতে পারে সে জন্য সকলে তার জন্য দোয়া করবেন।
s
260 total views, 1 views today
Tufan Convention Center & Resort Lack Views || Satkhira
Leave a Reply