শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০২:১৭ পূর্বাহ্ন
যশোর অফিস :
যশোর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবার প্রথমবারের মধ্যে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে এ পৌরসভায়।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যশোর পৌরসভার ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে এক হাজার ৪৫০জন নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১২শ’ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও বিএনপির প্রার্থী বেশ আগেই ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৭জন ও নারী কাউন্সিলর পদে ১৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার এক লাখ ৪৬ হাজার ৫৯২জন ভোটার প্রথমবারের মত ইভিএমএ ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
182 total views, 1 views today
Leave a Reply